Leadসংবাদ শিরোনামসব সংবাদ

রাজাকাররা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে: আশরাফ

12জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য পারজিত শক্তিরা তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। স্বাধীনতার এত বছর পরও এখনো রাজাকাররা বহাল তবিয়তে আছে। এবং তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। আজ রবিবার সকালে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিনস্থ ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।   বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। সৈয়দ আশরাফ বলেন, দেশে এবং দেশের বাইরে স্বাধীনতা বিরোধী শক্তি তত্পর রয়েছে। রাজাকাররা স্বাধীনতার পরও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।   তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ হিসেবে প্রতিষ্ঠা করবেন। একটি শক্তিশালী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাকিস্তানিরা এটি কখনো মেনে নিতে পারেনি। আওয়ামী লীগের এই নেতা বলেন, তারা (পাকিস্তানিরা) ৪৪ বছর ষড়যন্ত্র করেও সফল হতে পারেনি এবং ভবিষ্যতেও সফল হতে পারবে না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.