ঢাকাসংবাদ শিরোনামসব সংবাদ

রাজধানীর যানজট নিরসনে সড়কে ২২টি ইউ-লুপ : আনিসুল হক

26ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, রাজধানীর যানজট নিরসনে তেজগাঁও সাতরাস্তা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কে ২২টি ইউ-লুপ স্থাপন করতে যাচ্ছে সরকার। শনিবার দুপুরে রাজধানীর গুলশান একটি হোটেলে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জমি পাওয়া গেলে আগামী জুন মাসের মধ্যে কাজ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র। ইউ-লুপ স্থাপনের জমি, এর প্রশস্থতা, দূরুত্বসহ নানা বিষয় তুলে ধরে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আনিসুল হক বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে ৩০% যানজট কমানো সম্ভব। জমি অধিগ্রহণের জন্য সড়ক পরিবহন ও সেতু এবং রেল মন্ত্রনালয়ের সহযোগিতা চান তিনি। এ প্রকল্প বাস্তবায়নে সড়ক ও জনপথ বিভাগের জমি দেয়ার আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে যানজট নিরসনে ফুটপাত অবৈধ দখলমুক্ত করা প্রয়োজন বলেও মনে করেন তিনি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.