সব সংবাদ

রাজধানীতে আলাদা সড়ক দ‍ুর্ঘটনায় নারীসহ নিহত ৫

33ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় রিকশাচালক, সবজি বিক্রেতা, নারীসহ পাঁচজন মারা গেছেন।
বুধবার (০৪ নভেম্বর) দিনগত রাত ২টা থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার মধ্যে দুর্ঘটনাগুলো ঘটে।
বৃহস্পতিবার মিরপুরের কালশী রোডে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিমুল (২০) নামে এক পথচারী মারা যান। সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মঈনুল কবির বিষয়টি জানান।
ময়নাতদন্তের জন্য শিমুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদ রানা  জানান, সকাল ৮টার দিকে খিলক্ষেত রেলগেটের ৫০ গজ দক্ষিণে ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান নিহত ব্যক্তি রামপুরার বনশ্রীতে থাকেন। তিনি পেশায় সবজি বিক্রেতা।

এর আগে দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মিয়া   জানান, ভোর ৬টার দিকে দারুসসালাম থানার মাজার রোডে রাস্তা পারের সময় যানবাহনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৪৫) নারী মারা যান। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একই থানার এসআই মহেশ চন্দ্র সিংহ জানান, দারুসসালাম টাওয়ারের সামনে রিকশাচালক আলী আশরাফ (৬০) গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলে ঢামেকে নেওয়া হয়। ভোর ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছড়া ঢাকা রেলওয়ে থানার এসআই জাহিদুল ইসলাম   জানান, বুধবার (৪ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে মালিবাগ রেলস্টেশনের ২শ গজ দক্ষিণে ট্রেনে কাটা পড়া এক ব্যক্তির মরদেহ দেখতে পান।

পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলেও জানান তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.