আন্তর্জাতিকসব সংবাদ

যৌনসম্পর্ক স্থাপনের ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতে হবে

Rapistআন্তর্জাতিক ডেস্ক : ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া এক ব্রিটিশ নাগরিককে কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার অন্তত ২৪ ঘণ্টা পূর্বে পুলিশকে জানানোর নির্দেশ দিয়েছেন আদালত। এমনকি যে নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হবে, পুলিশকে তার নাম, বয়স ও ঠিকানাও জানাতে হবে। আর তা না হলে ওই ব্যক্তিকে পাঁচ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

নর্থ ইয়র্কশায়ারের নর্থালিরটনের ম্যাজিস্ট্রেট সম্প্রতি এ আদেশ দিয়েছেন।

শুক্রবার প্রকাশিত বিবিসির প্রতিবেদনে আইনগত কারণে ৪০ বছর বয়সি ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

এর আগে ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল। তবে ২০১৫ সালে তিনি অভিযোগ থেকে মুক্তি পান। কারণ, তিনি আদালতে প্রমাণ করতে পেরেছেন যে, ওই নারীর সম্মতিতেই তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছিল। তবে ভবিষ্যতে যাতে এ ধরনের অপরাধ সংঘটিত না হয় সে জন্য তার ওপর এই বিধিনিষেধ আরোপ করা হলো।

রায়ে ম্যাজিস্ট্রেট আসামিকে উদ্দেশ করে বলেন, ‘আপনাকে অবশ্য যেকোনো নারীর নাম, ঠিকানা ও জন্মতারিখসহ পূর্ণ বিবরণ দাখিল করতে হবে। এ সবই করতে হবে যৌনসম্পর্ক স্থাপনের পরিকল্পনার কমপক্ষে ২৪ ঘণ্টা আগে।’ আদালত একই সঙ্গে ওই ব্যক্তির ইন্টারনেট এবং মোবাইল ফোন ব্যবহারেও বিধিনিষেধ আরোপ করেছেন। এ ছাড়া বাড়ি পরিবর্তন করতে হলে সেটিও আগেভাগে পুলিশকে জানাতে হবে বলেও নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা জার্নাল, জানুয়ারি ২৩, ২০১৫।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.