শীর্ষ সংবাদ

যুদ্ধারাধীদের মুক্তি চায় ১৮ দল

motijheel-01bg20130504031714ঢাকা জার্নাল: সকাল থেকেই জামায়াত-শিবিরের মিছির আসছিল শাপলা চত্বর সমাবেশ স্থলে। বেলাসাড়ে ১১ টায় জামায়াত-শিবিরের হাজার হাজার নেতাকর্মী দৈনিক বাংলা মোড়ে জড়ো হয়ে আগত মিছিলগুলোকে স্বাগত জানাতে শুরু করে।

এর আগে সকাল ৯টার ভেতরেই জামায়াত-শিবিরের একটি মিছিল এসে অবস্থান নেয় মঞ্চের সামনে।

এর পর দৈনিবাংলা, পল্টন, বিজয়নগর, আরামবাগ দিয়ে জামামত-শিবিরের বেশ ক’টি মিছিল আসতে দেখা যায়।

এসব মিছিলে নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও দেলাওয়ার হোসাইন সাঈদীসহ শীর্ষ নেতাদের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন হাতে তাদের মুক্তি দাবিতে স্লোগান দিচ্ছে জামায়াত কর্মীরা।

‘জেলের তালা ভাঙবো, সাঈদী সাহেবকে আনবো’, ‘গোলাম আযমের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘অবৈধ ট্রাইব্যুনাল মানি না, ‘মানবো না’, ‘জামায়াত নেতাদের মুক্তি, দিতে হবে দিয়ে দাও’ ইত্যাদি স্লোগানে যেন চাপা পড়ে যাচ্ছে ১৮ দলীয় জোটের আব ইস্যু।

সব মিলিয় যেন জামায়াত-শিবিরেরই দাপট বেশি ১৮ দলের সমাবেশে। আর যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াত নেতাদের মুক্তির দাবিই হয়ে উঠেছে প্রধান স্লোগান।

ঢাকা জার্নাল, মে ৪, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.