Leadসংবাদ শিরোনামসব সংবাদ

যানজট নিরসনে ১০০০ স্বেচ্ছাসেবক কাজ করবেন

Khadarঢাকা জার্নাল: যানজট নিরসনে এক হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৩ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন একজন শিশুর চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, রাজধানীতে যানজট নিরসনে এক হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন। তারা কাজলা, ভুলতা ও সাভারের আশুলিয়াসহ ১৪টি পয়েন্টেও কাজ করবেন।

এর আগে ফেসবুকে চট্টগ্রামের বান্দরবান সদরের চিংরু মরো নামের ১১ মাস বয়সী ওই শিশুর মুখে বিশাল টিউমার দেখতে পান মন্ত্রী। পরে তিনি নিজেই শিশুটির চিকিৎসার দায়িত্ব নেন। রোববার (১২ জুন) তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

ঢাকা জার্নাল, জুন ১৩, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.