Leadসংবাদ শিরোনাম

ম‍ায়ানমারে উদ্ধার ১৫৫ বাংলাদেশি ফিরছে বুধবার

talarsmঢাকা জার্নাল: মায়ানমারের জলসীমা থেকে উদ্ধার আরও ১৫৫ বাংলাদেশিকে বুধবার (২২ জুলাই) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কাছে হস্তান্তর করতে যাচ্ছে মায়ানমার ইমিগ্রেশন বিভাগ।

বুধবার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ-ম‍ায়ানমার সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টে মায়ানমারের অভ্যন্তরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হবে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন বিজিবি’র ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. রবিউল ইসলাম। ‍

রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশি হিসেবে শনাক্ত হওয়া এদের দেশের ফেরত আনা হচ্ছে।

সূত্র জানিয়েছে, গত ২১ মে মায়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ২০৮ জন অভিবাসীকে উদ্ধার করে মায়ানমার। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে বাংলাদেশি হিসেবে শনাক্ত ১৫০ জনকে ৮ জুন এবং ৩৭ জনকে ১৯ জুন ফেরত আনা হয়। এর মধ্যে ২৯ মে ম‍ায়ানমারের জলসীমা থেকে দেশটির নৌবাহিনী আরও ৭২৭ জন অভিবাসীকে উদ্ধার করে। এদের মধ্যে ১৫৫ জনকে ফেরত আনা হচ্ছে বুধবার।

ঢাকা জার্নাল, জুলাই ২২, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.