খুলনাসারাদেশ

মোংলায় দুটি বিদেশী আগ্নেয়াস্ত্র সহ দুইজন আটক

ঢাকা জার্নাল ডেস্ক: সোহেল রানা বাবু, বাগেরহাট

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ সহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন ও তার সহযোগী ভাই ফিরোজ আহমেদকে আটক করেছে মোংলা কোষ্টগার্ড পশ্চিম জোন এর একটি আভিযানিক দল।

২৫ সেপ্টেম্বর বুধবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কোষ্টগার্ড জানায় গোপন সংবাদের ভিত্তিতে (২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে কোষ্ট গার্ড এর অভিযানিক দলটি মোংলা পোর্ট পৌরসভার ১ নং ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন কে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে তার দেওয়া তথ্য অনুযায়ী কোস্ট গার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এসময় মোংলা এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি করে একটি অবৈধ বিদেশী শটগান, একটি অবৈধ বিদেশী একনলা বন্দুক, ৩৮ রাউন্ড বন্দুকের তাজা গুলি ,দুই রাউন্ড গুলির খোসা, নগদ ১ লক্ষ টাকা, একটি বেসবল ব্যাট ও মোবাইল সহ তার বড় ভাই ফিরোজ আহমেদ কে আটক করে। জব্দকৃত অস্ত্র, গুলি সহ আটককৃতদের মোংলা থানায় হস্থান্তর করা হয়।