শীর্ষ সংবাদসব সংবাদ

মেয়র আনিসুল হকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা জার্নাল:রাজধানীর মিরপুরে বসবাসরত পাকিস্তানিদের উচ্ছেদ না করার জন্য স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ঢাকার একটি আদালতে। বুধবার (৫ জুলাই) ঢাকার প্রথম সিনিয়র সহকারী জজ মো. মনজুর আহমেদের আদালতে মিরপুর এলাকায় বসবাসরত ৩৯টি বিহারী ক্যাম্পের ৩৬ জন বাদী হয়ে এ মামলা করেন।
এই মামলার অন্যান্য বিবাদীরা হলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালক, ঢাকা সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ১৫ জন।

মামলাটির প্রধান আইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, মামলাটি দায়ের হলেও অ্যাডমিশন শুনানির জন্য তারিখ নির্ধারণ হবে পরে।

মামলায় বলা হয়, বিবাদীরা যেন ক্যাম্পগুলো উচ্ছেদ করতে না পারেন এবং বাদীদের শান্তিপূর্ণভাবে ভোগদখলে বাধা প্রদান করতে না পারেন এজন্য ঢাকার আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা আদেশ চেয়েছেন বিবাদীরা।

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিরা (বিহারী) মিরপুরের ৩৯টি ক্যাম্পে ৪৩ বছর ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন বলে উল্লেখ করা হয়েছে মামলায়। বাদীদের দাবি, চলতি বছরের ২১ মে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নোটিশ ছাড়াই ক্যাম্পগুলোতে উচ্ছেদ অভিযান চালায়। এ সময় ওই বাদীরা বাধা দেন। পরদিনও উচ্ছেদের চেষ্টা চালানো হয়। অবশ্য এদিন দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়।

তবে সবশেষ ১৯ জুন বিবাদীরা আবারও উচ্ছেদের হুমকি প্রদান করেন। এই মামলায় আরও বলা হয়, মূলত ১৯৪৭ সালে বিহারীরা মিরপুরে চলে আসে। এরপর রেড ক্রিসেন্ট তাদের থাকার ব্যবস্থা করে এসব ক্যাম্পে।

ঢাকা জার্নাল, জুলাই ০৬, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.