শীর্ষ সংবাদসংবাদ শিরোনামসব সংবাদ

মুজাহিদুল ইসলাম সেলিমকে পাঠানো মিশন জিহাদের চিঠি

salim

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিমকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল যে চিঠি পাঠানো হয়েছে তা পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হল।

‘মিশন জিহাদ’র নায়েবে আমির পরিচয়দানকারী জনৈক নিজাম উদ্দিন ই-মেইলে (uddinnizam456@yahoo.com.au) হত্যার হুমকি দেন।

 

আসসালামু আলাইকুম জনাব সেলিম,

ইদানীং আপনার কথার তুবড়ি ফুটানো দেখে যার পর নাই আনন্দিত ও বিস্মিত হইতেছি। দেশের রাজনীতি, রাজনৈতিক দায়িত্ব কর্তব্য নিয়া জ্ঞানগর্ভ আলাপ আলোচনা করিতেছেন,কিন্তু কাজের কাজ ত কিছুই হইতেছেনা। আসল সমস্যা পাশ কাটিয়া যাইতেছেন। আসলে আপনাদের মত মাথামোটা বুদ্ধিজীবীরা শুধু প্রগলভতা ই জানে, সঠিক পথের দিশা আপনারা দিতে পারেন না,পারবেন ও না।এই জন্য দেশের আজ এই অবস্থা। দেশে আইনের শাসন নাই,মানুষের জান মাল এর নিরাপত্তা নাই, স্বৈরাচারী সরকার ক্ষমতায়, যুদ্ধঅপরাধী দের বিচারের নামে নিরীহ,নির্দোষ আলেম ওলামা, দেশপ্রেমিক আস্তিক বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে, অথচ তখন আপনাদের মুখবন্ধ। কিছুই বলিতেছেন না আপনারা।

আজ নাস্তিকরা দেশের ঈমান আকিদার উপর আঘাত হানিয়া যাইতেছে অথচ আপনারা নির্বিকার।আপনারা নিজেরাই নাস্তিকতার বড় পৃষ্ঠপোষক।প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় কে আপনারা নাস্তিক তৈরির উর্বর ভুমি বানাইয়াছেন।দেশ কে পাকিস্তান বিদ্বেষী হিসেবে পরিচিত করাইতেছেন,অথচ আপনারা জ্ঞানপাপী তথাকথিত শিক্ষক(আমি বলি শিক্ষক নামের কলংক) এটা বুঝিতেছেন না যে আজ যদি আমরা পাকিস্তান এর অংশ হইয়া থাকিতাম তবে অনেক উন্নত জাতি হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করিয়া থাকিতাম।দেশ স্বাধীন করিয়া বড় ভুল করিয়াছে আপনাদের প্রজন্ম, যার খেশারত আমরা দিতেছি।আপনার মারফত একটা দাবি দেশবাসী ও দেশের অবৈধ সরকার মারফত পেশ করিতে চাই অবিলম্বে দেশে শরিয়া আইন চালুর ব্যাপারে জনমত গড়িয়া তুলিতে প্রচারণা শুরু করুন,হতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়য় থেকেই এই যাত্রা শুরু,যাতে করে আপনাদের দেখাদেখি অন্যরাও এই পথে আসে।নিজে ত গুনাহগার হইয়াছেন, অন্যকে আর করিবেন না।আর যদি না করেন তবে জেনে রাখেন আপনি এবং আপনার মত মাথামোটা বুদ্ধিজীবী রা আমাদের নাগালের মধ্যেই আছেন। কোপ মাটিতে পরবে না।

নিজাম উদ্দিন
নায়েবে আমির, মিশন জিহাদ
০১৭৪৭২৩৩০৭০

মুজাহিদুল ইসলাম সেলিমকে হত্যার হুমকি

ঢাকা জার্নাল, ডিসেম্বর ০৫, ২০১৫।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.