Miraএ দিনও দেখতে হল তাঁকে। বড় পর্দায় তাঁর উপস্থিতি মানেই বিতর্ক। তিনি পাক অভিনেত্রী ইরতিজা রুবাব। যিনি মীরা নামেই পরিচিত। মীরার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন তাঁর স্বঘোষিত স্বামী আতিকুর রহমান। আতিকুরের দাবি, মীরা তাঁকে বিয়ে করবেন বলে আইনি প্রতিশ্রুতি দিলেও ২০১৩ সালে ক্যাপ্টেন নাভিদ পারভেজকে বিয়ে করেন। আবার নাভিদের সঙ্গে দাম্পত্যের মাঝেই অপর এক জনকে বিয়ের আইনি প্রতিশ্রুতি দেন নায়িকা।

লাহৌরের দায়রা আদালত মীরাকে বহুবার হাজিরার নির্দেশ দিলেও তিনি আসেননি। ফলে গত শুক্রবার মীরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ১৭ জুলাই পরবর্তী শুনানির দিন মীরাকে আদালতে পেশ করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারক। কিন্তু নোটিস পাওয়ার কথা অস্বীকার করেছেন সুন্দরী।

মীরা জানিয়েছেন, “আতিকুর প্রতারক। আমায় গত ৫ বছর ধরে ব্ল্যাকমেল করে চলেছে। হয়ত প্রচার পাওয়ার জন্য আমার নামে নতুন করে অভিযোগ দায়ের করেছে।” ‘নজর’, ‘কাসক’-এর মতো বলিউডি ছবিতে মীরার উপস্থিতি দর্শকদের মনে ঝড় তুলেছিল। এ বার মীরার জীবনেই ঝড়ের আশঙ্কা করছেন ভক্তরা।

সৌজন্যে- আনন্দবাজার পত্রিকা