শীর্ষ সংবাদসংবাদ শিরোনাম

মালয়েশিয়া থেকে ফিরলেন আরও ১২ বাংলাদেশি

12 bdঢাকা জার্নাল: অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় গিয়ে উদ্ধার হওয়া  আরও ১২ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে তাদের বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র এএসপি আলমগীর হোসেন শিমুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৮৭ নম্বর ফ্লাইটে ১২ বাংলাদেশি
দেশে ফিরেছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান আলমগীর শিমুল।

এর আগে গত ৭ ও ৮ জুলাই দুই দফায় পাচারের শিকার হয়ে দেশটিতে আটক ১৯২ বাংলাদেশিকে ফেরত আনা হয়।

সম্প্রতি থাইল্যান্ডের জঙ্গলে গণকবরের সন্ধান পাওয়ার পরই মূলত সমুদ্র পথে অবৈধভাবে মানবপাচারের বিষয়টি সামনে আসে। যা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

এরপর বিভিন্ন সময় থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে পাচারের শিকার অনেক বাংলাদেশিকে দেশে ফেরত এনেছে সরকার।

ঢাকা জার্নাল, জুলাই ১০, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.