Leadখেলাসংবাদ শিরোনাম

মাঠ পরিদর্শনে নেমেছেন আম্পায়াররা

Sportsঢাকা জার্নাল: বিকেল তিনটায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টি বাধায় এখনো খেলা শুরু হয়নি। শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে ভারী বর্ষণের কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ারও আশঙ্কা জাগে। তবে, অবশেষে বৃষ্টি থেমেছে। ৪টা ৪৫ মিনিটে আরেকবার মাঠ পরিদর্শনে নামেন আম্পায়াররা।

এর আগে মাঠ পরিদর্শন করেন ম্যাচ রেফারি ডেভিড বুন ও কিউরেটার গামিনী ডি সিলভা। তাদের গ্রিন সিগনাল পেয়ে মাঠের ত্রিপল তুলে ফেলার কাজ করেন মাঠকর্মীরা। আম্পায়ারের অনুমতি সাপেক্ষে গ্রাউন্ডম্যানরা মাঠ খেলার উপযোগী করার কাজ করে যাচ্ছেন।

সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হেরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে শুক্রবার প্রথম ওয়ানডেতে মাঠে নামতে প্রস্তুত টাইগাররা। তবে, ঘুরে দাঁড়ানোর ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে স্বাগতিক বাংলাদেশকে লড়তে হচ্ছে আবহাওয়ার বিপক্ষে।

শুক্রবার সকাল থেকে ভারী বর্ষণের কারণে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর তিনটায় শুরু হতে যাওয়া ম্যাচটি নিয়ে সংশয় দেখা দেয়।

আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়েছে, রাজধানীসহ দেশের অন্যান্য স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার সকাল থেকেই মিরপুরের আকাশে মেঘ জমে, মুষলধারে বৃষ্টিও হয় থেমে থেমে।

মাঠে দর্শকের উপস্থিতি কম। সফরকারী ও স্বাগতিক দল মাঠে উপস্থিত হয়েছে। প্রেস বক্সে সাংবাদিকদের সংখ্যা হাতে গোনা।

গত ভারত সিরিজের তিনটি ওয়ানডেতেই রিজার্ভ ডে ছিল। তবে, প্রোটিয়াদের বিপক্ষে কোনো ম্যাচেই রিজার্ভ ডে রাখা হয়নি। বৃষ্টি আর বাজে আবহাওয়ার কারণে ম্যাচ মাঠে না গড়ালে পরিত্যক্ত ঘোষণা করা হবে প্রথম ওয়ানডে।

ঢাকা জার্নাল, জুলাই ১০, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.