Leadসংবাদ শিরোনাম

মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন আবুল কালাম আজাদ

Abul Kalamঢাকা জার্নাল: মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবুল কালাম আজাদ। অপরদিকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হচ্ছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশারাফ হোসাইন ভূইঞা।

সম্প্রতি এ সংক্রান্ত সার সংক্ষেপ প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য একটি সার সংক্ষেপ করে করে প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত্র প্রজ্ঞাপন জারি করা হবে।

বর্তমানে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে ড. মোহাম্মদ তারেক দায়িত্বে রয়েছেন। তার চাকরির মেয়াদ শেষ হয়েছে ২০১৫ সালেল ১ ফ্রেরুয়ারি। আর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হবে সেপ্টেম্বরে।

ওই মোশররাফ হোসেন ভূইঞা র্বিাহী পরিচালক হিসেবে যোগদান করবেন বলে জানান গেছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবুল কালাম আজাদকে করা হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব। এ বিষয়ে সার সংক্ষেপ পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর একটি সূত্র জানায়, প্রথমে মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার নিয়োগের আদেশ হবে। এরপর আবুল কালঅম আজাদের আদেশ জারি করার সম্ভবনা রয়েছে।

ঢাকা জার্নাল, জুলাই ২৩, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.