শিক্ষা-সংস্কৃতি

মতিঝিল আইডিয়ালের এক শিক্ষক বরখাস্ত

রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য (শিক্ষক প্রতিনিধি) ও সহকারী শিক্ষক মাকসুদা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির অধ্যক্ষের রুটিন দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমানের সই করা অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

অধ্যক্ষের রুটিন দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান  বলেন, গভর্নিং বডির সদস্যদের মৌখিক অনুমতি নিয়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গভর্নিং বডিতে দিয়ে এটি পাস করা হবে।

অফিস আদেশে বলা হয়, একটি ফৌজদারি মামলায় (পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২২ এর ৩৩ ও ২ ধারায়সহ পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মিরপুর মডেল থানায় মামলা) মামলা হয়। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী চাকরি শর্তবিধিমালা-১৯৭৯ (১১) এবং এই প্রতিষ্ঠানে আপনার নিয়োগপত্রে বর্ণিত শর্তাবলী ভঙ্গের কারণে আপনাকে ১২ সেপ্টেম্বর তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

চিঠিতে আরও বলা হয়, সাময়িক বহিষ্কার থাকাকালীন বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন। কর্তৃপক্ষের বিনা অনুমতিতে বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন তা থেকে অন্য কোথাও বাসা পরিবর্তন কিংবা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।