Leadসব সংবাদ

ভিসা জটিলতায় সকালের হজ ফ্লাইট বাতিল

ই-ভিসা জটিলতাসহ যাত্রী সংকটের কারণে হজ গমনেচ্ছু যাত্রীদের বুধবার (২ আগস্ট) সকালের ফ্লাইটটি বাতিল করেছে বাংলাদেশ বিমান। এ নিয়ে চলতি মৌসুমে বিমানের ১২টি এবং সৌদি বিমানের তিনটি হজ ফ্লাইট বাতিল হলো।

বিমানের জনসংযোগ ম্যানেজার শাকিল মেরাজ মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একই কারণে মঙ্গলবারও চারটি ফ্লাইট বাতিল করা হয়। মঙ্গলবার ভোর ৪টা ৫৫, সকাল ৮টা ৫৫, বিকেলের ফ্লাইট ও রাত ১১টা ৪৫ মিনিটের ফ্লাইট বাতিল হয়।

বিমান সূত্র জানিয়েছে, শনিবার থেকে প্রতিদিনই একটি, দুটি করে হজ ফ্লাইট বাতিল হচ্ছে ই-ভিসা জটিলতাসহ যাত্রী সংকটের কারণে।

তবে বিমানের শাকিল মেরাজ জানান, ফ্লাইট বাতিল হলেও হজ যাত্রীদের পরিবহনে কোনো সমস্যা হবে না। এবার নির্ধারিত হজযাত্রীর অতিরিক্ত সাড়ে চার হাজার যাত্রী পরিবহনের পদক্ষেপ নিয়ে রেখেছে বাংলাদেশ বিমান।

প্রসঙ্গত, চলতি বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে হজ ফ্লাইট ও নিয়মিত ফ্লাইটে ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী বিমান বাংলাদেশে জেদ্দা যাবেন। গত ২৪ জুলাই বাংলাদেশ বিমানের প্রাক-হজ ফ্লাইট শুরু হয়। শেষ ফ্লাইট যাবে ২৮ আগস্ট।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.