শীর্ষ সংবাদসংবাদ শিরোনাম

ভারতও ছাড়তে হচ্ছে তসলিমাকে

taslimaঢাকা জার্নাল: ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের রেসিডেন্ট পারমিট বাতিল করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার এক টুইটার বার্তায় লেখিকা নিজেই এ  কথা জানিয়েছেন।

তিনি লিখেছেন, ভারত সরকার আমার রেসিডেন্ট পারমিট বাতিল করেছে। ২০০৪ সাল থেকে যে সুবিধা আমি পেয়ে আসছি। এর পরিবর্তে আমাকে দুই মাসের ট্যুরিস্ট ভিসা দেয়া হয়েছে। এটা আমি কল্পনাও করতে পারছি না।

বর্তমানে নয়াদিল্লীতে বসবাসরত তসলিমা নাসরিন জুনে তার রেসিডেন্ট ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেন। কিন্তু জুলাই মাসে ভারত সরকার তা বাতিল করে দেয়।

টুইটারে লেখিকা জানান, একমাস আগে রেডিডেন্ট পারমিটের জন্য আবেদন করেছিলাম। সরকার থেকে কোনো সাড়া পাইনি। এর আগে কখনো এমনটি হয়নি।

ভারতের সংবাদ মাধ্যম ফার্স্টপোস্ট জানায়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার যে লেকচার দেওয়ার কথা রয়েছে তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তসলিমা নাসরিন। কারণ ভিসা ছাড়া তিনি ভারতে ফিরে যেতে পারবেন না।

মৌলবাদীদের হুমকির মুখে ১৯৯৪ সালে বাংলাদেশ ছাড়েন তসলিমা নাসরিন। গত দুই দশক ধরে তিনি ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশে থেকেছেন।

আর আন্দোলনের মুখে ২০০৭ সালে কলকাতা ছাড়েন তিনি।

ঢাকা জার্নাল, জুলাই ৩১, ২০১৪

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.