শীর্ষ সংবাদসংবাদ শিরোনাম

ব্লগার হত্যাকাণ্ডের বিচার চায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

amnestyঢাকা জার্নাল: বাংলাদেশে বিভিন্ন ব্লগার হত্যাকাণ্ডের বিচার চেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

একই সঙ্গে এসব ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কার্যকর ও নিরপেক্ষ তদন্ত করে জরুরি পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ব্লগার নিলয় নীল হত্যার ঘটনায় শুক্রবার (৭ আগস্ট) সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

ওই বিবৃতিতে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের গবেষণা পরিচালক ডেভিড গ্রিফিথ বলেন, এ ধরনের বর্বর হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাংলাদেশে স্বাধীনভাবে মতপ্রকাশের কণ্ঠরোধ করতেই এ ধরনের হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে, তাতে বিশেষ সন্দেহ নেই।

ঢাকা জার্নাল, আগস্ট ০৭, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.