খেলাসংবাদ শিরোনাম

ব্রাজিলের হারের হতাশায় নেইমারের লাল কার্ড

চিলির সান্তিয়াগোতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে কলম্বিয়ার কাছে একমাত্র গোলে হেরে থামে ব্রাজিলের জয়রথ। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে বলে হাত লাগিয়ে হলুদ কার্ড দেখেন নেইমার। একটু পরে হতাশায় বলে ঘুষি মেরেও পার পেয়ে যান বার্সেলোনার এই ফরোয়ার্ড।

ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই হতাশায় কলম্বিয়ার পাবলো আরমেরোকে লক্ষ্য করে বলে লাথি মারেন নেইমার। এরপরই বিবাদে জড়িয়ে যায় দুই দলের খেলোয়াড়রা। কলম্বিয়ার কার্লোস বাক্কা পেছন থেকে নেইমারকে ধাক্কাও মারেন।

ম্যাচ শেষে ফেরার সময় রেফারি ছুটে গিয়ে লাল কার্ড দেখান নেইমারকে। বাক্কাকেও পেতে হয় একই শাস্তি।

এমনিতেই পরপর দুই ম্যাচে দুই হলুদ কার্ড দেখায় ভেনেজুয়েলার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি খেলতে পারতেন না নেইমার। ম্যাচ শেষে লাল কার্ড দেখায় আরও দুই ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি।

গত বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে হুয়ান সুনিগার মারাত্মক ফাউলে চোট পেয়ে পরের ম্যাচগুলো আর খেলতে পারেননি নেইমার। ব্রাজিল সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে যায়।

তিন ম্যাচ নিষিদ্ধ হলে ব্রাজিল ফাইনালে উঠলেই কেবল এই টুর্নামেন্টে আবার মাঠে নামার সুযোগ পাবেন নেইমার।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.