সংবাদ শিরোনামসব সংবাদ

বিশ্বের সহনশীল দেশের তালিকার শীর্ষ ২০

38 বাংলাদেশ বিশ্বের সবচেয়ে সহনশীল দেশের তালিকার শীর্ষ ২০-এ স্থান করে নিয়েছে। দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, ক্ষুদ্র নৃতাত্ত্বিক সংখ্যালঘু এবং অভিবাসীদের জন্য সহনশীল দেশের তালিকা তৈরির এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
অর্থনীতি, শিক্ষা, ব্যক্তিগত স্বাধীনতা ও স্বাস্থ্যগত সুযোগ সুবিধাসহ আটটি দিক বিবেচনা করে সমীক্ষাটি পরিচালনা করা হয়েছে। তবে অভিবাসী এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের জন্য সবচেয়ে সহনশীল দেশের শীর্ষ স্থান দখল করেছে কানাডা। আর তালিকার ২০ নম্বরে রয়েছে বাংলাদেশ।
ওই তালিকায় সেরা ১০-এ থাকা অন্য দেশগুলো হচ্ছে যথাক্রমে নরওয়ে, নিউজিল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, অস্ট্রেলিয়া, উরুগুয়ে, ডেনমার্ক ও পর্তুগাল।
কানাডার পরে যথাক্রমে শীর্ষস্থানে রয়েছে নরওয়ে, নিউজিল্যান্ড, আইসল্যান্ড এবং আয়ারল্যান্ড। প্রতিবেশি ভারত, পাকিস্তান এ তালিকায় বাংলাদেশের পেছনে রয়েছে। অভিবাসীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের জায়গা পেয়েছে কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইয়েমেন ও মিসর। তালিকার একেবারে তলানিতে থাকা দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, ইরান, সিরিয়া, সুদান ও ইয়েমেন অন্যতম।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.