Leadসংবাদ শিরোনাম

বিরোধী দল যাচ্ছে না সংসদের মূলতবি অধিবেশনে

Sangshad_2ঢাকা জার্নাল: জাতীয় সংসদের মূলতবি অধিবেশন সোমবার বিকেল সাড়ে ৪টায় আবারো বসছে। তবে বিরোধী দল অধিবেশনে যোগ দিচ্ছে না।
রোববার সন্ধ্যার আগে বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবদীন ফারুক বলেন, অধিবেশনে যোগ দিচ্ছে না বিএনপি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গত ২৯ অক্টোবর রাতে ৪ নভেম্বর পর্যন্ত সংসদ অধিবেশন মূলতবি ঘোষণা করেন।
গত ১২ সেপ্টেম্বর শুরু হওয়া নবম সংসদের সম্ভাব্য এই শেষ অধিবেশন আগে আরো দু’দফা মূলতবি করা হয়েছিলো। প্রায় দু’মাস ধরে চলা এই অধিবেশন মাত্র ১৬ কার্যদিবস বৈঠক করেছে। এরমধ্যে মাত্র একদিন কিছু সময়ের জন্য বিরোধী দলের সদস্যরা অধিবেশনে যোগ দেন।
তারা নির্বাচন কালীন সরকার নিয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া প্রস্তাবনা তুলে ধরে সংসদ থেকে ওয়াকআউট করেন।
 
সংসদে বিরোধী দলীয় নেতার কার্যালয় থেকে জানানো হয়েছে, সোমবার সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন না বিরোধী দলীয় সদস্যরা। একমাত্র নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য কোন প্রস্তাব সরকারী দলের পক্ষ থেকে সংসদে আনা হলেই তারা অধিবেশনে যোগ দেবেন।
অধিবেশনের সময় বাড়ছে দু’দিন 
সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অধিবেশন ৭ নভেম্বর শেষ হওয়ার কথা। তবে অধিবেশন আরো দু’দিন বাড়তে পারে। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় পাসের অপেক্ষায় থাকার কারণে অধিবেশনের মেয়াদ বাড়ানোর কথা ভাবা হচ্ছে। 
এছাড়া নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য দু’পক্ষ সম্মত হলে মেয়াদ আরো বাড়বে বলে সংসদ সচিবালয় সূত্র জানায়।
ঢাকা জার্নাল, নভেম্বর ৩, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.