শীর্ষ সংবাদসংবাদ শিরোনাম

বিদ্যুতের দাম বাড়ল ৬.৬৯ শতাংশ

Electricityঢাকা জার্নানাল : গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৬.৬৯ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার দুপুরে এই সিদ্ধান্ত নেয়। বর্ধিত দাম কার্যকর হবে  গত ১  মার্চ থেকে।

এর আগে দেশের পাঁচটি বিতরণী সংস্থা ও কোম্পানির পক্ষ থেকে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের উপর গণশুনানি হয়। রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি’র কার্যালয়ে গেল ৪ মার্চ মঙ্গলবার থেকে তিন দিন গণশুনানি চলে বৃহস্পতিবার পর্যন্ত।

প্রথম দিন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) প্রস্তাবের উপর গণশুনানি হয়। পিডিবির ১৫ দশমিক ৫০ শতাংশের প্রস্তাবের বিপরীতে ৬ দশমিক ৬৬ শতাংশ এবং ওজোপাডিকোর ৮ দশমিক ৫৯ শতাংশের বিপরীতে ৭ দশমিক ৫১ শতাংশ বৃদ্ধির সুপারিশ করে বিইআরসির টেকনিক্যাল কমিটি। পরের দিন ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) প্রস্তাবের উপর গণশুনানি শেষে যথাক্রমে ৬ দশমিক ৩ শতাংশ এবং ২ দশমিক ১ শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হয়। ডিপিডিসি বিদ্যুতের দাম ২৩ দশমিক ৫৫ শতাংশ আর ডেসকো ১৫ দশমিক ৯০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছিল।
আর শেষ দিনের গণশুনানি হয় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ১২ দশমিক ৫৮ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাবের উপর। কিন্তু শুনানি শেষে টেকনিক্যাল কমিটি সুপারিশ করে ৩ দশমিক ৪৮ শতাংশ দাম বাড়ানোর। টেকনিক্যাল কমিটির এসব সুপারিশের পরই এনার্জি রেগুলেটরি কমিশন আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিল। দাম বাড়াল গড়ে ৬.৬৯ শতাংশ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.