বিদ্যালয়ে ভর্তির আবেদন ১৫ ডিসেম্বর শুরু

ডিসেম্বর ১০, ২০২০

করোনা ভাইরাসের কারণে আসন্ন শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলগুলোর সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

আর স্কুলগুলোতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে ৩০ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে। অনলাইনে ভর্তির আবেদন নেওয়া এবং লাগারির কারণে ভর্তির আবেদন ফি কমিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খান জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের প্রস্তাব পাওয়ার পর বিষয়টি ছূড়ান্ত করা হয়েছে।