শীর্ষ সংবাদসংবাদ শিরোনামসব সংবাদ

বিচারকদের পক্ষপাতহীন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

7নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, `মানুষের শেষ ভরসার স্থল বিচার বিভাগ। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বিচারকদের পক্ষপাতহীন হয়ে বিচার করতে হবে।`

শনিবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচারপতি সম্মেলন-২০১৫ এর উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা-মোকাদ্দমার যুক্তি-তর্ক সম্পন্ন করা উচিৎ। জনগণের প্রত্যাশা বিচার বিভাগের কাছে বেশি। তাই বিচার কাজের মাধ্যেমে বিচারকগণকে জনগণের সে প্রত্যাশা সমুন্নত রাখতে হবে।’

রাষ্ট্রপতি বলেন, ‘ন্যায় বিচার প্রাপ্তি মানুষের মৌলিক অধিকার। কিন্তু নানা কারণে আমাদের জনগন সে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে থাকে।’

তিনি বলেন, ‘বিচার বিভাগ শাসন বিভাগের অপরিহার্য কাঠামো। বিচারকার্যের মাধ্যমে বিচার বিভাগ গণতন্ত্রকে এগিয়ে নিচ্ছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

তিনি বলেন, ‘বিচারগণ জাতির বিবেক। সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে তারা তাদের অর্পিত দায়িত্ব পালন করে থাকেন। তাই দায়িত্ব পালনে তাদের নিরপেক্ষ হতে হবে।’রাষ্ট্রপতি বলেন, ‘বিচার বিভাগের দুটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে বিলম্বে বিচার ও মামলা জট। আমাদের এসব সমস্যার সমাধান করতে হবে। জাস্টিস ডিলেট, জাস্টিস ডিনাইড -আমরা চাই না এ নীতি বাক্য আমাদের বিচার ব্যবস্থায় প্রচলিত থাকুক। অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ আকর্ষণে শক্তিশালী বিচার ব্যবস্থা ভূমিকা রাখে।’এ সময় রাষ্ট্রপতি বিচার বিভাগ জাতীয় উন্নয়নের মাইলফলক বলেও মন্তব্য করেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এ অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, দেশের অধঃস্তন আদালতের সব পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.