শীর্ষ সংবাদসব সংবাদ

বিএনপি এখন আগের চেয়ে ঐক্যবদ্ধ: ফখরুলের

ঢাকা জার্নাল: অতীতের যে কোনও সময়ের চেয়ে বিএনপি এখন বেশি ঐক্যবদ্ধ বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের ফাঁকে শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নানা নির্দেশনা তুলে ধরে বলেন, ‘দেশে গণতন্ত্র এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন আজকের সভায় সভাপতিত্ব করছেন। মির্জা ফখরুল জানান, ‘আজ চার জন আইনজীবী আমাদের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তারা জানিয়েছেন, আপনারা শুনে বিস্মিত হবেন যে, খালেদা জিয়াকে পুরাতন কেন্দ্রীয় কারাগারের একটি জরাজীর্ণ ভবনে তাকে একদম একা রাখা হয়েছে। তিনি অভিযোগ করেন, ওই ভবনের মেঝে স্যাঁতস্যাঁতে, বসবাস অনুপযোগী।’

ফখরুল অভিযোগ করেন, ‘একজন সাবেক প্রধানমন্ত্রীকে এখনও পর্যন্ত ডিভিশন দেওয়া হয়নি। তার চিকিৎসার কোনও ব্যবস্থা হয়নি। সার্বক্ষণিক গৃহ পরিচারিকা থাকতে দেওয়া হয়নি। জেল কোড অনুযায়ী তাকে কোনও সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না।’

দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে ফখরুল বলেন, ‘মিথ্যা মামলায় খালেদাকে সাজা দেওয়ায় দেশবাসী ধিক্কার দিয়েছে। সারাদেশ প্রতিবাদ জানিয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনজীবীদের মাধ্যমে খালেদা কোনও ধরনের বক্তব্য দেননি। তারা গিয়েছিলেন ম্যাডামের আইনি বিষয় নিয়ে আলোচনা করতে।’

এর আগে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

বৈঠকে আরও রয়েছেন– দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাব হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমদ আযম খান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ প্রমুখ।

খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদ সদস্যদের মধ্যে বৈঠকে অংশ নিয়েছেন– মো. আবদুল কাইয়ুম, আবুল খায়ের ভূঁইয়া, গোলাম আকবর খন্দকার, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, এম এ হক, অ্যাড তৈমুর আলম খন্দকার, আব্দুস সালাম, ফরহাদ হোসেন ডোনার প্রমুখ। বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখও বৈঠকে অংশ নিয়েছেন।

তবে গুরুতর অসুস্থ থাকায় দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বৈঠকে আসেননি। অসুস্থ থাকায় বৈঠকে উপস্থিত হয়েও চলে যান স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

ঢাকা জার্নাল, ফেব্রুয়ারি ১০, ২০১৮।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.