ঢাকাসংবাদ শিরোনামসব সংবাদ

বাস ভাড়া কি.মি. প্রতি ৩ পয়সা কমানোর প্রস্তাব বিআরটিএ’র

brtaঢাকা জার্নাল: কিলোমিটার প্রতি বাস ভাড়া ৩ পয়সা কমানোর প্রস্তাব করেছে বিআরটিএ। তবে বাস মালিকরা প্রস্তাব করেছেন, কিলোমিটার প্রতি দুই পয়সা কমানোর।

তাদের এ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শিগগিরই নতুন বাস ভাড়া কার্যকর করা হবে।

সোমবার (২ মে) দুপুরে রাজধানীর এলেনবাড়ীতে বিআরটিএ ভবনে ভাড়া বিশ্লেষণ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

সভায় বাস মালিকরা জানান, শুধু জ্বালানি তেলের দাম কমার কারণে বাস ভাড়া কমালে তারা লোকসানের মুখে পড়বেন। কারণ ভাড়া কমানোর সঙ্গে যন্ত্রাংশের দাম, ভ্যাটসহ আরও ২১ বিষয় জড়িত, যেগুলোর দাম কমেনি।

ঢাকা জার্নাল, মে ০২ , ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.