Leadসংবাদ শিরোনামসব সংবাদ

বাস ভাড়া কমাতে বৈঠক সোমবার

Fare_ঢাকা জার্নাল: জ্বালানি তেলের দাম কমায় বাস ভাড়া কমিয়ে আনতে সোমবার দুপুরে বৈঠক করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

রোববার (০১ মে) রাত ৯টায় বিআরটিএ’র সচিব শওকত আলী  জানান, বৈঠকে বিআরটিএ’র ভাড়া বিশ্লেষণ কমিটির সদস্য, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, মালিক সমিতি ও স্টেক হোল্ডাররা অংশ নেবেন।

এতে সভাপতিত্ব করবেন বিআরটিএ চেয়ারম্যান।

গত ২৪ এপ্রিল জ্বালানি তেলের দাম কমানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেন ও পেট্রোল লিটারে কমেছে ১০ টাকা আর ডিজেল ও কেরোসিন প্রতি লিটারে কমেছে তিন টাকা করে।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে ২০১৩ সালে সর্বশেষ দূরপাল্লার রুটে ভাড়া বাড়ানো হয়। সে সময় কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ করা হয় ১ টাকা ৪৫ পয়সা।

বিআরটিএ সূত্র জানায়, নতুন হিসাবে তা কমে দাঁড়াতে পারে ১ টাকা ৪২ পয়সা।
এর আগে ২০০৮ ও ২০০৯ সালে দুই দফায় ডিজেলের দাম ১১ টাকা কমানো হয়। ওই সময় পরিবহনের ভাড়া ১১ পয়সা কমানো হয়েছিলো। তখন থেকেই জ্বালানির মূল্য ১ টাকা হ্রাস পেলে প্রতি কিলোমিটারে যাত্রী ভাড়া এক পয়সা কমানোর প্রক্রিয়া চালু হয়। ২০১১ ও ২০১৩ সালে দুই দফায় ডিজেলের মূল্য ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় দূরপাল্লার ভাড়া ২৫ পয়সা বৃদ্ধি করা হয়।

ঢাকা জার্নাল, মে ০১, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.