Leadশিক্ষা-সংস্কৃতিসব সংবাদ

বাউল শিল্পী শাহ আবদুল করিমের জন্মদিন আজ

Karim_ঢাকা জার্নাল: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে।

আজ  বউল শিল্পি শাহ আব্দুল করিমের জন্মদিন।

১৯১৬ সালে  বাউল শিল্পী শাহ আবদুল করিম  সুনামগঞ্জের দিরাই থানার উজানধল গ্রামে তাঁর জন্ম । দেড় সহস্রাধিক গানের রচয়িতা আবদুল করিমের গান কথা বলে অন্যায়, অবিচার, কুসংস্কার ও সাম্প্রদায়িকতার বিরূদ্ধে। বাউল শাহ আবদুল করিমের প্রকাশিত ছয়টি গানের বইয়ের মধ্যে আফতাব সংগীত, গণসংগীত, কালনীর ঢেউ, ভাটির চিঠি, কালনীর কূলে ও দোলমেলা।

ঢাকা জার্নাল,১৫ ফেব্রুয়ারি ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.