শীর্ষ সংবাদসংবাদ শিরোনাম

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সন্ত্রাসবাদ দমনে চুক্তি সই

download (1)ঢাকা: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি.কিউ.কে মুস্তাক আহমেদ এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা নিজ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বিকেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুক উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. কামাল উদ্দিন আহমেদ জানান, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী কোন দেশের সীমানায় আবদ্ধ নয়। কোন দেশের পক্ষে এককভাবে সন্ত্রাস নির্মূল করাও সম্ভব নয়। এ বিষয়টি সামনে রেখে সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির পদক্ষেপ হিসেবে চুক্তি স্বাক্ষর হল।

তিনি আরো জানান, বাংলাদেশ ইতোমধ্যে এ বিষয়ে কয়েকটি দেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। এরই ধারাবাহিকতায় দু’দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ২০১১ সাল থেকে কাজ শুরু করে।

সম্প্রতি মন্ত্রিসভা সন্ত্রাসবাদ নির্মূলে ভবিষ্যত সহযোগিতার ক্ষেত্র সৃষ্টি করতে চুক্তি স্বাক্ষরের বিষয়টি অনুমোদন দেয়।

এই চুক্তির ফলে সন্ত্রাস মোকাবিলায় উভয় দেশ সন্ত্রাসবাদ প্রতিরোধে আধুনিক কলাকৌশল বিনিময়, আইন প্রয়োগকারী সংস্থাসমূহের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, প্রশিক্ষণ কেন্দ্র ও ফরেনসিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি, আইনগত সহায়তা প্রদান, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সহযোগিতা বৃদ্ধি, সাইবার অপরাধ দমনে সহযোগিতায় ক্ষেত্রে কাজ করবে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.