Leadখেলা

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি, পরিসংখ্যানে কে কোথায়

ঢাকা জার্নাল ডেস্ক

ভারতের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই হারের মুখ দেখেছে বাংলাদেশ। লাল বলের ক্রিকেটের হতাশা ভুলে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে ঘুরে দাঁড়াতে চায় নাজমুল হোসেন শান্তরা। আজ (রবিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় গোয়ালিয়রে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।

‘আমরা অবশ্যই এখানে জিততে এসেছি। এটা আমাদের জন্য সিরিজ জয়ের বড় একটা সুযোগ। এখানে আসার আগে ঢাকায় আমরা অনুশীলন করেছি। আমি মনে করি আমরা ভালোভাবে প্রস্তুত। আশা করছি ভালো করব। আলাদা করে কিছু করিনি। অবশ্যই সিরিজ গুরুত্বপূর্ণ। সবাই এখানে ভালো করতে চায়। আমরাও সেরা চেষ্টাটা করব। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ থাকেই কম-বেশি। সেটি মাথায় থাকলে ভালো করতে পারব না। আমাদের মনোযোগ ভালো করার দিকে, ফলাফল পক্ষে আনার দিকে।’- সংবাদ সম্মেলনে এসে এমনটাই বলেছেন টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়।

পরিসংখ্যান বিবেচনায় খুব স্বাভাবিকভাবেই ঢের এগিয়ে আছে ভারত। সবশেষ এই ফরম্যাটের বিশ্বকাপ শিরোপাটাও জিতেছে তারা। আত্মবিশ্বাসে টইটম্বুর পুরো দল।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ-ভারত এখন পর্যন্ত ১৪ বার টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত ১৩ ম্যাচেই জয় তুলে নিয়েছে। বাংলাদেশের সান্ত্বনাসূচক একটি জয় এসেছিল দিল্লিতে ২০১৯ সালে।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ

পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।

সম্ভাব্য ভারত একাদশ

অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, নীতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং ও মায়াঙ্ক যাদব।