শিক্ষা-সংস্কৃতিসংবাদ শিরোনামসব সংবাদ

বাংলাদেশি ছাত্রীকে যৌন হয়রানি, দিল্লিতে অধ্যাপক বরখাস্ত

6ভারতের দিল্লিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত ওই বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে। তবে কারও পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। বাংলাদেশি ওই ছাত্রী বরখাস্ত হওয়া অধ্যাপকের অধীনে গবেষণা করছিলেন। বেশ কিছুদিন আগে অধ্যাপকের বিরুদ্ধে তিনি যৌন হয়রানির অভিযোগ আনেন। এনিয়ে তদন্তের পর অধ্যাপক দোষী প্রমাণিত হলে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়। দিল্লির অন্যতম একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বহু ছেলেমেয়ে দিল্লির এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পড়াশোনা ও গবেষণা করছেন। ভারতে যৌন নির্যাতনের ঘটনা নতুন কিছু নয়।

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার ও দিল্লি সরকার উভয়ে জানিয়েছে দেশটির যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে যৌন হয়রানির অভিযোগ আসে তার মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ আসে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকেই। গত বছর দিল্লির ষোলটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে একশ’র বেশি যৌন হয়রানির অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে পঞ্চাশের বেশি অভিযোগ এসেছে শুধু এই বিশ্ববিদ্যালয় থেকে। সেই পটভূমিতে সোমবার সন্ধ্যায় শিক্ষক বরখাস্তের ঘটনা ঘটলো। তবে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত করার ঘটনা বেশ বিরল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.