খেলা

বাংলাদেশকে ভয় না পেলেও সম্মান করছে ভারত

ঢাকা জার্নাল ডেস্ক

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে শিরোপা তুলে ধরেছে ভারত। দুর্দান্ত ফর্মে থাকা দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ভারতেরই সাবেক ব্যাটার রাহুল দ্রাবিড়। দ্রাবিড়ের অধীনে ভারত দলটি ইতিহাসের অন্যতম সেরা দল, এমনটাও বলেছেন অনেকে। বিশ্বকাপ মিশন শেষে কোচের ভূমিকা থেকে সরে দাঁড়ান দ্রাবিড়। তারপর আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরের হাতে দলের দায়িত্ব তুলে দেয় বিসিসিআই।

কোচ হিসেবে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে সবার নজর কেড়েছিলেন গম্ভীর। গেল আসরে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে ছিলেন তিনি, দারুণ ছন্দে থাকা কলকাতাও তুলে ধরেছিল তাদের তৃতীয় শিরোপা। তখন থেকেই ভারত জাতীয় দলের কোচ হিসেবে গম্ভীরকেই দেখতে চেয়েছিল বেশিরভাগ ক্রিকেট প্রেমীরা।

কোচ হিসেবে অভিষেক সিরিজটায় গম্ভীর পেয়েছেন মিশ্র স্বাদ। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডে ফরম্যাটে হারের মুখ দেখেছে ভারত। এবার তাদের পরবর্তী প্রতিপক্ষ বাংলাদেশ।

কিছুদিন আগেই পাকিস্তানের মাটিতে তাদেরকে লাল বলের ক্রিকেটে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। ফলে বেশ আত্মবিশ্বাস নিয়েই ভারতের মাটিতে গিয়েছে নাজমুল শান্তর দল। পাকিস্তানের পর ভারতের মাটিতেও ইতিহাস গড়তে মরিয়া শান্ত-সাকিবরা।

আজ (বুধবার) চেন্নাইয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে ভারতের কোচ জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে নতুন কোনো পরিকল্পনা নেই তাদের। দল যেরকম ক্রিকেটটা খেলে সেভাবেই নিজেদের সেরাটা মাঠে খেললে অবশ্যই জয় আসবে।

‘দেখুন, আমি সব সময় বিশ্বাস করে এসেছি, সেটাই সেরা স্টাইল যে স্টাইলে খেললে দল জিতে। আমরা সেই দল হতে চাই যারা সব পরিস্থিতিতে মানিয়ে নেয় এবং দ্রুত সবকিছু রপ্ত করে। আমরা ম্যাচের অবস্থা ও কন্ডিশন বুঝে খেলতে চাই এবং উন্নতি করতে চাই।’

পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ের পর বাংলাদেশ ভারতকে হারাতেও আত্মবিশ্বাসী। এ প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘আমরা কাউকে ভয় পাই না, কিন্তু আমার বিশ্বাস যে আমরা সবাইকে সম্মান করি। আমরা বাংলাদেশকে সম্মান করি।’

টাইগার ক্রিকেটারদের বেশ প্রশংসাও করেছেন স্বাগতিক দলের কোচ, ‘বাংলাদেশের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। সাকিবের অভিজ্ঞতা আছে, মুশফিকেরও। খুব ভালো বোলিং আক্রমণ আছে। মেহেদী মিরাজও আছে। বুঝতেই পারছেন, বাংলাদেশে প্রতিভা আছে। আমাদের প্রথম বল থেকে সতর্ক থাকতে হবে।’

আগামীকাল (বৃহস্পতিবার) ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।  কোচ হিসেবে এটিই গম্ভীরের প্রথম টেস্ট। তাই জয় তুলে নিতে সর্বোচ্চ চেষ্টাটাই করবে তারা।