সব সংবাদ

বরিশালে গণজাগরণ মঞ্চের হরতাল


20বরিশাল:
জেলায় গণজাগরণ মঞ্চের ডাকা আধাবেলা হরতাল পালিত হয়েছে।

হরতাল উপলক্ষে মঙ্গলবার সকাল ৬টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চের কর্মী-সমর্থকরা। সেখানে তারা একটি প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী বলেন, ‘সরকার মুক্তিযুদ্ধের কথা বলেন। অথচ প্রগতিশীল লেখকদের নির্মমভাবে হত্যা করা হলেও মৌলবাদী এই চক্রকে গ্রেপ্তারে গড়িমসি করছেন?’ এমন অবস্থায় দেশের কেউ এই গুপ্ত ঘাতকদের হাতে নিরাপদ নয় বলে সবাইকে এর প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন- কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, গণজাগরণ মঞ্চের সংগঠক নিগার সুলতানা হনুফা, ছাত্র ইউনিয়ন সভাপতি শারমিন জাহান পপি এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি ডা. মনিষা চক্রবর্তী প্রমুখ।

এদিকে হরতাল উপলক্ষে শহর থেকে দুরপাল্লার বাস এবং অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষায় নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.