Leadসব সংবাদ

বন্যায় এ পর্যন্ত ২৫১ জনের মৃত্যু

চলতি মৌসুমে বন্যায় এখন পর্যন্ত ২৫১ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

শুক্রবার (২৮ আগস্ট) কন্ট্রোল রুমের ‘প্রাকৃতিক দুর্যোগ ও বন্যাজনিত কারণে মৃত্যু’ শীর্ষক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কন্ট্রোল রুমের গত দুই মাসের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বন্যাদুর্গত এলাকায় ২৫১ জনের মধ্যে বেশিরভাগই মারা গেছেন পানিতে ডুবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বন্যাদুর্গত মোট ৩৩ জেলার ২৬৯টি উপজেলায় গত ৩০ জুন থেকে ২৮ আগস্ট পর্যন্ত ২৫১ জন মারা গেছেন। এরমধ্যে পানিতে ডুবে মারা গেছেন ২১০ জন, সাপের কামড়ে মারা গেছেন ২৫ জন, বজ্রপাতে মারা গেছেন ১৩ জন, ডায়রিয়ায় একজন এবং আঘাতজনিত কারণে মারা গেছেন দুই জন।

এই ৩৩ জেলায় ডায়রিয়া, চর্মরোগে, চোখের প্রদাহ, সাপে কাটা, পানিতে ডুবে যাওয়া ও বন্যাজনিত অন্যান্য কারণে মোট আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৯২৩ জন। এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ডায়রিয়ায়, যার সংখ্যা ২৩ হাজার ৭১৮ জন।