খেলা

বড় জয় দিয়েই সিরিজ শেষ করল বাংলাদেশ

ঢাকা জার্নাল ডেস্ক

অক্টোবরের ৩ তারিখ পর্দা উঠছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। এর আগে প্রস্তুতি হিসেবেই মূলত শ্রীলঙ্কার মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ নারী-এ দল। যেখানে শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স দেখিয়ে আসছে রাবেয়া খানরা। এবার সিরিজের শেষ ম্যাচেও সহজ জয় তুলে নিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিল টাইগ্রেসরা।

ঘরের মাটিতে কোনো ম্যাচেই সেভাবে প্রভাব বিস্তার করতে পারল না লঙ্কানরা। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও দারুণ ছন্দে ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। আজ (বৃহস্পতিবার) সিরিজের শেষ ম্যাচে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছেন জ্যোতিরা।

এদিন টসে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক রাবেয়া। বাংলাদেশী বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন তিনিই। স্বাগতিকদের কেউই ব্যাট হাতে থিতু হতে না পারায় দলীয় মাত্র ৫৪ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

জবাবে ব্যাট হাতে শুরু থেকেই সাবলীল ব্যাটিং করতে থাকেন বাংলাদেশের ব্যাটাররা। ১২তম ওভারে দুই উইকেট হারিয়েই সহজ লক্ষ্য টপকে যায় বাংলাদেশ। এই সিরিজের মাধ্যমে আসন্ন বিশ্বকাপ আসরের প্রস্তুতি সম্পন্ন করল টাইগ্রেসরা।