Leadশীর্ষ সংবাদসংবাদ শিরোনামসারাদেশ

বগুড়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

ঢাকা জার্নাল ডেস্ক:

বগুড়া-ঢাকা মহাসড়কের বগুড়া সদরের বনানী এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ জন।

শাজাহানপুর থানার ওসি শহিদুল হক জানিয়েছেন, মঙ্গলবার (৯ জুলাই) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সিরাজগঞ্জের কাজিপুরের জামাল হোসেন, শামীম হোসেন ও বরিশালের হিজলা এলাকার হৃদয়। এক নারীর পরিচয় পাওয়া যায়নি। নিহতদের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শহিদুল হক আরো জানান, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়।

পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম নামে আরও একজন মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরও একজনের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি আছেন ৭ জন।