লাইফ স্টাইল

বক্ষবন্ধনীর ১০০ বছর

ঢাকা জার্নাল: ব্রা বা বক্ষবন্ধনীর ১০০ বছর পূর্তির খবরটা রোমাঞ্চকর থেকে রাজনৈতিক, সব কিছুই হতে পারে৷ নারীত্ব থেকে নারীবাদ, যৌনতা থেকে পুরুষ-শাসিত সভ্যতা, সবকিছুর প্রতীক হতে পারে এই ছোট্ট, অথচ মহিলাদের কাছে প্রায় অপরিহার্য এই পরিধেয়টি৷

  • Büstenhalter in unterschiedlichen Farben

    একটি অপরিহার্য বস্ত্র

    প্রতিদিন সারা বিশ্বের কোটি কোটি মহিলা যে অন্তর্বাসটি পরিধান করে থাকেন, ইংরিজিতে যার নাম ব্রাসিয়ের কিংবা ব্রা, সেই বক্ষবন্ধনীর পেটেন্ট নথিভুক্ত করা হয় আজ থেকে ঠিক ১০০ বছর আগে, ১২ই ফেব্রুয়ারি ১৯১৪ তারিখে৷

    সূত্র- ডয়েচে ভেলে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.