ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে যুবককে ডেকে নিয়ে মুক্তিপণ দাবি

অক্টোবর ১৮, ২০১৯

ঢাকা জার্নাল: ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে যুবককে ডেকে নিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি ও নির্যাতনের অভিযোগে পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। খুলনা মহানগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বায়েজিদ আকন এ তথ্য জানিয়েছেন।

ওসি জানান, প্রায় ১ মাস আগে ফেসবুকে খুলনার নাজমিন (২২) নামে এক গৃহবধূর সঙ্গে রামপালের শ্রীফলতলার ইয়ামিন শেখের (২৮) পরিচয় হয়। নাজমিন আছিয়া নামের এক নারীকে দিয়ে প্রেমের ফাঁদ পাতেন। আছিয়ার আমন্ত্রণে ইয়ামিন ১৬ অক্টোবর বিকালে রামপাল থেকে খুলনার রূপসা সেতু সংলগ্ন মোহাম্মদীয়া আমতলা এলাকায় আসে। এরপর ইয়ামিনকে আমতলা মহিলা মাদ্রাসার একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে আটকে রেখে মারধর করা হয় এবং মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবি করা হয়। এক পর্যায়ে ইয়ামিন ৫০ হাজার টাকা দিতে সম্মত হয়। তখন ওই চক্রটির দেওয়া বিকাশ নম্বর নিয়ে ইয়ামিন তার এক আত্মীয়কে দেয় এবং ওই নম্বরে ৫০ হাজার টাকা পাঠাতে বলে। এরপর ওই চক্রটি ইয়ামিনকেসহ টাকা তোলার জন্য বুধবার (১৬ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে দারোগার লিজ নামক এলাকায় যায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা পুলিশ তাদের ধরে ফেলে এবং ইয়ামিনকে উদ্ধার করে এবং চার জনকে আটক করে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, লবনচরা এলাকার মঞ্জু শেখ (৫০), মোহাম্মদীয়াপাড়া হঠাৎ বাজার এলাকার রুহুল আমিন গাজী (৪৫) ও আছিয়া বেগম (৩২) এবং নাজমিন (২২)।

এ ঘটনায় ইয়ামিন বাদী হয়ে ৬ জনের নামে অপহরন মামলা দায়ের করছেন। পুলিশ গ্রেফতারকৃত ৪ জনকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

ঢাকা জার্নাল, অক্টোবর ১৮, ২০১৯