Leadসব সংবাদ

ফিনিক্স পাখির মতো জেগে উঠবে বিএনপি : ফখরুল

fokrulঢাকা জার্নাল : ‘ভোটাধিকার ফেরাতে’ কাউন্সিলের মাধ্যমে বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৪ মার্রাচ) জধানীর কাফরুলে এক দোয়া মাহফিলে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ভুলে গেলে চলবে না, বাংলাদেশের মানুষ বিএনপি ও খালেদা জিয়ার নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। কাউন্সিলের মধ্য দিয়ে বিএনপি ফিনিক্স পাখির মত জেগে উঠবে।’

এর মাধ্যমে ‘ভোটাধিকার ও গণতন্ত্রে’ ফিরিয়ে এনে জনগণের সরকার গঠনের বিএনপি সক্ষম হবে বলেও মনে করেন দলটির ভারপ্রাপ্ত এই মহাসচিব।

কাফরুল থানা বিএনপির আহ্বায়ক ও ঢাকা মহানগর বিএনপির সদস্য আলী আজগর মাতব্বরের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কুলখানি ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। আব্দুল হালিম ফাউন্ডেশন স্কুলে এর আয়োজন করে কাফরুল থানা বিএনপি ও অঙ্গ সংগঠন।

অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘এখানে বিভক্তির কোনো সুযোগ নেই। আজকে যে সংকট সৃষ্টি হয়েছে তাতে শুধু বিএনপিই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, দেশ ও পুরো জাতি বিপদের মধ্যে পড়েছে। সেজন্যই সবাইকে ঐক্যবদ্ধভাবে সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে গণতান্ত্রিক সংগ্রাম বাধাগ্রস্থ করা যাবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

‘আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যতই মামলা দেওয়া হোক, যতই হত্যা করা হোক; তারা আবারও নতুন চেতনা নিয়ে সাহস নিয়ে গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এখন দেশে রাজনীতি বলে কিছু নেই। অধিকারগুলোকে ছিনিয়ে নেওয়া হয়। মত প্রকাশ করতে, লিখতে, সংগঠন করতে, সমাবেশ করতে বাধা দেওয়া হয়। এমন একটি পরিস্থতির মধ্যে চলতে হচ্ছে।’

এক ব্যক্তির পরিচালনায় দেশ চলছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘এজন্য একাত্তরে স্বাধীনতা যুদ্ধ করিনি। নব্বইয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংগ্রাম করেছি। এর মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছি। কিন্তু আওয়ামী লীগ তাদের একদলীয় শাসনতন্ত্র বাস্তবায়নের যে মনোভাব সেটার জন্য গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে।’

৫ জানুয়ারির নির্বাচনকে ‘তামাশার নির্বাচন’ আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ওই নির্বাচনের পর সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা নির্বাচনেও তামাশা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনেরও ঘটনার পুনরাবৃত্তি হবে বলে দাবি করেন তিনি।

জনবিচ্ছিন্ন হওয়ার কারণেই সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে দাবি করে তিনি বলেন, ‘তারা এটা নিজেদের স্বার্থে করেছে। কারণ তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। সেই জন্যই নির্বাচনের তামাশা করে, প্রহসন করে ক্ষমতা দখল করে রাখতে চায়।’

প্রয়াত আলী আজগর মাতব্বরের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি দীর্ঘ দিন সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তিনি ঢাকা মহানগরের বলিষ্ঠ নেতা ছিলেন। এ ধরনের ত্যাগী ও বলিষ্ঠ নেতা খুব কমই আছে। তার এ শূন্যতা সহজে পূরণ হবার নয়।’

কাফরুল থানা বিএনপির সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন মতির সভাপতিত্বে স্বরণ সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর বিএনপি নেতা আবদুস সালাম, আবুল খায়ের ভুইয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কাজী আবুল বাশার, ইউনুস মৃধা, ইকবাল হোসেন চৌধুরী  প্রমুখ।

ঢাকা জার্নাল, মার্চ ০৪, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.