শীর্ষ সংবাদসংবাদ শিরোনাম

ফান্ডেই জাকাত দেওয়ার আহ্বান

IFঢাকা জার্নাল: ময়মনসিংহে জাকাত নেওয়ার সময় পদদলিত হয়ে হতাহতের ঘটনার পর ব্যাংকের নির্ধারিত ফান্ডে যাকাতের অর্থ জমা দিতে বলেছে ইসলামিক ফাউন্ডেশন।

শুক্রবার (১০ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের সব বিত্তবান মানুষের প্রতি জাকাত বোর্ডের আহ্বান, পবিত্র কুরআনের নির্দেশনামতে জাকাত বিতরণ নিশ্চিত করতে ‘সরকারি জাকাত ফান্ড’ শিরোনামে সব তফসিলি ব্যাংকের সব শাখায় নির্ধারিত অ্যাকাউন্টে আপনার জাকাত দিন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকাত ফান্ড অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী গঠিত ‘সরকারি জাকাত ফান্ড’ জাকাতের অর্থ কুরআন নির্দেশিত ৮টি খাতে ব্যয় করা হয়ে থাকে।

এদিন ময়মনসিংহের একটি জর্দা কারখানায় জাকাত নিতে গিয়ে অন্তত ২৭ জনের মৃত্যু ও অর্ধশত নারী-পুরুষ আহত হন।

এ ঘটনায় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

ইসলামিক ফাউনেডশনের বিজ্ঞপ্তিতে মৃত্যুর ঘটনায় শোক জানানো হয়েছে।

ঢাকা জার্নাল, জুলাই ১০, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.