শিক্ষা-সংস্কৃতি

পড়ছি, মুখস্ত করছি কিন্তু শিখছি না

‘পড়ছি কিন্তু শিখছি না’ এই পরিস্থিতি থেকে বেরি আসতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (১৪ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘শিশু ও তরুণ সাংবাদিক সম্মিলন, ২০২১’ -এ ‘প্রজন্মের চোখে আমগামীর নগর’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের লেখাপড়া অনেক বেশি পরীক্ষা নির্ভর, সনদ সর্বস্ব। সেখান থেকে একবারে বেরিয়ে আসতে চাই। আমরা শিখবো আনন্দে শিখবো। শেখাটাই যেনও আনন্দ হয়। ‘

আমরা সারাদিন পড়ছি, ক্লাসে পড়ছি, টিচারের কাছে পড়ছি, কোচিংয়ে পড়ছি, শুধু পড়ছি আর পরীক্ষা দিচ্ছি। শুধু পড়া, শিখছি কিনা, কাজে লাগাতে পারছি না, কোথায় প্রয়োগ হচ্ছে তার কিছুই জানতে পারছি না। ’

আমরা কত রকম সূত্র মুখস্ত করছি। তার কোথায় প্রয়োগ হচ্ছে তার কিছুই শিখলাম না। মুখস্ত করছি।আমরা কী করছি, আমাদের চারদিকে কোথায় কী ঘটছে, সেটা সত্যিকার অর্থে বুঝতে শেখা ব্যাখ্যা বিশ্লেষণ করতে শেখা সেটা শিখতে হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, বছর ধরে পড়ে বছর শেষে পরীক্ষা, সেই পরীক্ষাতেই মূল্যায়ন, একদিনের পরীক্ষাতেই মূল্যায়ন সেটা যেনও না হয়। ধারাবাহিক মূল্যায়ন হবে। পরীক্ষা হবে, প্রজেক্ট হবে নানা রকম মূল্যায়ন হবে। একদিনে যেনও মূল্যায়নটি না হয়।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা ও সৈয়দ বোরহান কবীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গতানুগতিক পরীক্ষা ব্যবস্থার বাইরে গিয়ে ধারাবাহিক মূল্যায়নকে গুরুত্ব দিয়ে নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা হচ্ছে। ২০২২ সাল থেকে পাইলটিং এবং ২০২৩ সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করা হবে। নতুন শিক্ষাক্রমে পরীক্ষা নির্ভর ও সনদ সর্বস্ব ব্যবস্থা থেকে ধারাহিক মূল্যায়নে নেওয়া হচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা ব্যবস্থা।