প্রাথমিক বিদ্যালয় খোলা হবে পরে

ফেব্রুয়ারি ১৭, ২০২২

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ২২ ফেব্রুয়ারি খুলে দেওয়া হলেও প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে আরও পরে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু প্রাথমিক শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়নি। তাদের টিকা দেওয়ার পরিকল্পনা চলছে। এই মুহূর্তে সিদ্ধান্ত হলো প্রাথমিক খুলে দেওয়া হবে ১০ দিন বা দুই সপ্তাহ পর পরিস্থিতি বুঝে। সংক্রমণ আরও কমলে তখন খুলে দেওয়া হবে।

বুধবার রাতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী বলেন, ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ২২ তারিখ (২২ ফেব্রুয়ারি) থেকে খুলে দেওয়া হবে, সেহেতু যাদের দুই ডোজ টিকা নেওয়া হয়েছে তারা সরাসরি ক্লাস করবে অন্যরা অনলাইন ও টিভিতে ক্লাস করবে।