Leadশিক্ষা-সংস্কৃতিসব সংবাদ

প্রশ্নফাঁস: পরীক্ষার্থী ও ঢাবি শিক্ষার্থী আটক

ঢাকা জার্নাল : মোবাইল ফোনের মাধ্যমে ফাঁস হওয়া প্রশ্নপত্র দিয়ে এসএসসি পরীক্ষার্থীকে সহায়তার অভিযোগে ফাহিম নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে আটক করেছে নিউমার্কেট থানা পুলিশ। একইসঙ্গে ফাহিমের কাছ থেকে সহায়তা পাওয়া ওই পরীক্ষার্থী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাসিফকেও আটক করা হয়। শনিবার (১০ ফেব্রুয়ারি) গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্রের কাছে আটক করা হয় তাদের। পরে আটক দু’জনকে নিয়ে গেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ও গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্রের কেন্দ্র সচিব এ তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্রের বাইরে ঢাবি শিক্ষার্থী ফাহিম মোবাইল ফোনের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থী তাসিফকে এমসিকিউ প্রশ্নপত্র দেখিয়ে সহায়তা করেন। এসময় তাদের দু’জনকেই আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে ঢাবি ছাত্র ফাহিমকে হেফাজতে নেওয়া হলেও তাসিফকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেয় পুলিশ। পরীক্ষা শেষ হলে তাকেও আটক করা হয়। পরে প্রশ্নফাঁসের তথ্য উদঘাটন করতে ওই দু’জনকেই জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় ডিবি পুলিশ।
গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইকুলের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মো. আবদুল খালেক  বলেন, ‘পরীক্ষার আগে কেন্দ্রের বাইরেই দু’জনকে আটক করে পুলিশ। তবে পরীক্ষার্থী ছেলেটিকে তারা নিয়ে যান পরীক্ষার পর।’
নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘আটক ঢাবি ছাত্র ও পরীক্ষার্থীকে ডিবি (উত্তর) নিয়ে গেছে। তারা এ বিষয়ে দু’জনকে আরও জিজ্ঞাসাবাদ করবে।’
উল্লেখ্য, এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় আগের পাঁচ দিনের মতো আজ শনিবার গণিতের প্রশ্নপত্রও ফাঁস হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, সকাল ৮টা ৫৯ মিনিটে হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে গণিতের ‘খ-চাঁপা’ সেটের প্রশ্নপত্রটি পাওয়া যায়।

ঢাকা জার্নাল, ফেব্রুয়ারি ১০, ২০১৮

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.