শীর্ষ সংবাদসংবাদ শিরোনামসব সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ভাঙ্গিয়ে তদবির, ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে নির্দেশ

Govt-logo20130624043216ঢাকা জার্নাল: প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অফিসে তদবিরের অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের নাম, পরিচয় ও ভিজিটিং কার্ড ব্যবহার করে বিভিন্ন অফিসে তদবির করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এমন অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রীর কার্যালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ নির্দেশের পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরেই এ বাণিজ্য চলছে। এর আগেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে সতর্কতার নির্দেশ দেওয়া হয়। তারপরও কেউ কেউ এমন কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে যেনো কেউ যেন তদবির করতে না পারেন, সেজন্য কেউ কোনো অফিসে তদবির করলে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করে তা নিশ্চিত হওয়াসহ প্রয়োজনীয় সতর্কতার নির্দেশও দেওয়া হয়েছে।

গত ২৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেন। এ চিঠি পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন-১-অধি শাখা গত ২০ এপ্রিল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

প্রধানমন্ত্রী কার্যালয়ের চিঠিতে বলা হয়,  ‘বিভিন্ন শ্রেণির স্বার্থন্বেষী মহল নিজ স্বার্থ সাসিলের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের নাম-পরিচয় ও ভিজিটিং কার্ড ব্যবহার করে তদবির করছেন মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সুনাম ক্ষুন্ন হচ্ছে। ইতোপূর্বে এ ধরনের অভিযোগের বিষয়ে সতর্কতা অবলম্বনের জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছিল’।

‘এ অবস্থায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের নাম-পরিচয় ও ভিজিটিং কার্ড ব্যবহার করে বিভিন্ন অফিসে তদবিরের বিষয়ে কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে নেওয়াসহ প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো’।

ঢাকা জার্নাল, এপ্রিল ২২, ২০১৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.