Leadসংবাদ শিরোনামসব সংবাদ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হারালেন আশরাফ

Ashrafঢাকা জার্নাল: সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে জন প্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হককে দেওয়া হয়েছে ওই দায়িত্ব।

মঙ্গলবার (০৩ মে) সংসদ সচিবালয়ের একটি প্রজ্ঞাপনে আইনমন্ত্রীকে দায়িত্ব দেওয়ার তথ্য পাওয়া যায়।

মঙ্গলবার সংসদ অধিবেশনে প্রতিরক্ষা কর্মবিভাগ বিভাগ সংক্রান্ত দুটি বিল পাসের প্রস্তাব করার কথা ছিল সৈয়দ আশরাফের। ছাপানো কার্যসূচিতেও তা লেখা ছিলো।

তবে তার জায়গায় আনিসুল হক বিল দু’টি তোলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীও বিল পাসের প্রস্তাবের জন্য আইনমন্ত্রীকে সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আহ্বান করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ দশম সংসদের শুরু থেকে অধিবেশনে প্রতিরক্ষা কাজে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত চার বছর পর সেই দায়িত্ব হারালেন তিনি।

প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজেই।

সৈয়দ আশরাফকে গত বছর আকস্মিকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এক সপ্তাহের মধ্যে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে ফেরানো হয়।

ঢাকা জার্নাল, মে ০৩, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.