Leadসংবাদ শিরোনামসব সংবাদ

পৌর নির্বাচনে ৩১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

12আসন্ন পৌরসভা নির্বাচনে নির্বাচনী এলাকায় আচরণবিধি দেখভাল করতে ৩১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। যারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করবেন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক আদেশ জারি করা হয়েছে। ১০ ডিসেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি দেয় নির্বাচন কমিশন। ৩০ ডিসেম্বর দেশের ২৩৫ পৌরসভায় মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকা বিভাগে ৭৫ জন, খুলনায় ৪০ জন, রাজশাহীতে ৯০ জন, বরিশালে ২০ জন, চট্টগ্রামে ৫৫ জন, সিলেটে ২০ জন ও রংপুরে ১০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ পাওয়া ম্যাজিস্ট্রেটরা ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.