সংবাদ শিরোনামসব সংবাদ

পৌরসভা নির্বাচন ডিসেম্বরে

27ঢাকা: আগামী ডিসেম্বর সারা দেশের সব পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর নির্বাচন কমিশন সচিবলায়ের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

নির্বাচন কমিশন সচিব বলেন, দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন করার অধ্যাদেশের গেজেট আমরা পেয়েছি। অধ্যাদেশ পাওয়ার আগেই আমরা প্রার্থীদের আচরণ বিধিমালা এবং নির্বাচন বিধিমালার একটা খসড়া করে রেখেছিলাম। খুব দ্রুত এটি চূড়ান্ত করা হবে।

তিনি আরও বলেন, মেয়র, সাধারণ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর- এই তিন পদেই দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে করে ব্যালটের আকার অনেক বড় হয়ে যাবে। এর ফলে ব্যালট ভাঁজ করা, সিল মারাসহ পুরো প্রক্রিয়াটাই কঠিন হয়ে যাবে। যে কারণে সরকারি প্রেসগুলোর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে, নির্বাচন এক দফায় হবে, নাকি কয়েক দফায় নেওয়া হবে।
পৌরসভা নির্বাচন দলীয় প্রতীকে করার জন্য সোমবার (২ নভেম্বর) অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (৩ নভেম্বর) এর গেজেট হাতে পায় নির্বাচন কমিশন।

নভেম্বর ৩, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.