খেলা

পেরুর জালে ব্রাজিলের এক হালি

ঢাকা জার্নাল ডেস্ক

২০২২ কাতার বিশ্বকাপের পর থেকেই বাজে সময় পার করছে সেলেসাওরা। ইতোমধ্যে ব্রাজিলিয়ান ফুটবলে নতুন একটা প্রজন্মের বেড়ে ওঠার প্রক্রিয়াও শুরু হয়েছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মাঝে কোপা আমেরিকাতেও সমর্থকদের হতাশ করেছে। তবে ঘরের মাঠে আজ (বুধবার) পেরুর বিপক্ষে দারুণ খেলা উপহার দিয়েছে ব্রাজিল।

ঘরের মাঠে পেরুর জালে ব্রাজিল পুরো এক হালি গোল আদায় করেছে। পেনাল্টি থেকে জোড়া গোল পেয়েছেন রাফিনিয়া। অন্য দুই গোল এসেছে আন্দ্রেয়াস পেরেইরা এবং লুইজ হেনরিকের পা থেকে।

যেহেতু ভিনিসিয়ুস ও এন্ড্রিক শুরুর একাদশে ছিল না, তাই পেরুর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে সবচেয়ে বড় ভরসার নাম ছিলেন রাফিনিয়া। বার্সেলোনার হয়েও তিনি আছেন দুর্দান্ত ছন্দে। এবার দেশের জার্সিতেও সেই ফর্ম টেনে আনলেন।

এবারের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের এটি পঞ্চম ও টানা দ্বিতীয় জয়। ১০ ম্যাচে সমান ১৬ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে উরুগুয়ের পেছনে থেকে ব্রাজিল আছে পয়েন্ট তালিকার চারে। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা। ১০ দলের দক্ষিণ আমেরিকান বাছাইপর্ব থেকে শীর্ষ ছয়টি দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে।