সব সংবাদ

পল্লী রেশন চালুর দাবি ক্ষেত মজুর সমিতির

24দিনাজপুর: অবিলম্বে ক্ষেত মজুরসহ গরিব মানুষের জন্য পল্লী রেশন চালু করে প্রতি কেজি চাল-আটা পাঁচ টাকা, তেল-ডাল ৩০ টাকা, চিনি-কেরোসিন-লবন ১৫ টাকা দরে সরবরাহের দাবিসহ নয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি দিনাজপুর শাখা।

মঙ্গলবার দিনাজপুর সঙ্গীত কলেজে দিনাজপুর জেলা কমিটির নবম সম্মেলনে এ দাবি জানান বক্তারা।

এখলাছুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলতাফ হোসাইন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আজিজুল হক চৌধুরী, যোগেন চন্দ্র রায়, ডা. সুভাস কুণ্ডু, পার্বতীপুর উপজেলার হাফিজার রহমান, সদর উপজেলার ডা. হাসান আলী ও আজিজুল ইসলাম।

এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাডভোকেট মেহেরুল ইসলাম, বদিউজ্জামান বাদল, খন্দকার আশরাফুজ্জামান, আমৃত কুমার রায় ও ডা. গোকুল চন্দ্র রায়।

এর আগে নবম জেলা সম্মেলন উপলক্ষে বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি দিনাজপুর জেলা কমিটি শহরের বালুবাড়ী শহিদ মিনারস্থ হাজী মোহাম্মদ দানেশের বাসভবন প্রাঙ্গন থেকে একটি র্যাসলি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.