Lead

পল্টন মোড়ে উত্তেজনা

ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শান্তি সমাবেশ ও বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর পল্টন মোড়ে উত্তেজনার তৈরি হয়েছে। এ সময় পুলিশ দুই পক্ষকে নিবৃত করে দুই দিকে চলে যাওয়ার অনুরোধ করলে উত্তেজনা কমে আসে।

 

শুক্রবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের একটি মিছিল জিপিও এলাকা থেকে এবং গাজীপুর জেলা ছাত্রদলের একটি মিছিল দৈনিক বাংলা থেকে পল্টন মোড়ের দিকে আসলে দুই পক্ষই উসকানিমূলক স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ মোড়ের উভয় পাশে বেরিকেড দেয় এবং মিছিলকারীদের অনুরোধ করে দুই পক্ষকেই ফিরিয়ে দেয়।

পল্টন মোড়ে কর্তব্যরত পুলিশের পুলিশের উপপরিদর্শক (এসআই) কাওসার আলম  বলেন, ‘দুই পক্ষ মিছিল নিয়ে এদিকে আসলে আমরা তাদের অনুরোধ করে পেছনের দিকে ফিরিয়ে দিয়েছি।’